বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

গোয়ালন্দে স্বর্ণালংকার ও ইয়াবাসহ চোরাকারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

গোয়ালন্দে স্বর্ণালংকার ও ইয়াবাসহ চোরাকারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, নগদ অর্থ উদ্ধারসহ সজলকে গ্রেপ্তার করেছে। সে ঝিনাইদহ জেলা সদরের বিষয়খালী খন্দকার পাড়ার আওয়ালের ছেলে।

গত সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযানে আসামি সজলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারর কাছ থেকে একশ ইয়াবা, একটি সুমি জয়েলার্স লেখা স্বর্ণালংকার রাখার ব্যাগের মধ্যে রক্ষিত ছোট বড় স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ৩টি, ব্রেসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, স্বর্ণের পরিমান পাঁচ ভরি চার আনা পাঁচ রতি, রুপার আংটি ১টি পরিমান শূন্য ভরি সাত আনা চার দশমিক সাত রতি, ১টি রেজি. বিহীন অ্যাপাসী আরটিআর ব্লু কালারের মোটর সাইকেল, নগদ ৮ হাজার টাকা, ১ টি পুরাতন ভিভো অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ