বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

গোয়ালন্দে হেরোইনসহ একজন আটক

রাজবাড়ী প্রতিনিধি

গোয়ালন্দে হেরোইনসহ একজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব কায়দায় সার্টের কলারের মধ্যে লুকায়িত ৫.৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে মাদক বিরোধী বিশেষ এক অভিযানে দৌলতদিয়া লঞ্চঘাটের কাঠের ব্রিজ এলাকা থেকে অভিনব কায়দায় সার্টের কলারের মধ্যে লুকিয়ে রাখা ৫.৫ গ্রাম হেরোইনসহ মো.জিন্নাত আলী (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক হয়। 

আটক মাদক কারবারি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের মৃত আনসার আলী'র ছেলে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে বুধবার আদালতের প্রেরণ করা হয়েছে।

টিএইচ