বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদীতে গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে যাত্রীবাহী এসি বাসটি সম্পূর্ণ দগ্ধ হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব স্টেশন অফিসার মো. আকতার উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাশা অতিক্রম করছিল।
এ সময় চলন্ত এসি বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে ওই এলাশার এলাহী পেট্রলপাম্পে থাকা লোশজন ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে বাসটির চালক বাসটি থামিয়ে দ্রুত যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে আনে। ইতোমধ্যে ইঞ্জিনের আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুরোপুরি দগ্ধ হয়ে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশনের সাব স্টেশন অফিসার মো. আকতার উদ্দিন আরো জানান, অগ্নিকাণ্ডের সময় বাসটির ভেতরে মাত্র ১৪/১৫ জন যাত্রী ছিলেন। বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন লাগায় তারা সামনের দরজা দিয়ে দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি।
টিএইচ