শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল ব্যুরো  

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। 

মঙ্গলবার (২৯ অক্টোবর)রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেপ্তারকে বরিশালে নিয়ে আসা হয়েছে। 

টিএইচ