ময়মনসিংহের গৌরীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা পৌর শহরের মধ্যমতরফ এলাকার শিব্বির আহমেদের ছেলে মোস্তাক আহমেদ নোমান।
সে কদিন আগে ব্যাডমিন্টন খেলারত অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী নেত্রকোণা সরকারি কলেজের ছাত্র মোবারক হোসেন অভিকে ছুরিকাঘাত করে। অভি গৌরীপুর উপজেলার গজন্দর গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে। অভিযুক্ত যুবক গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনেও সে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাম দা নিয়ে মহড়া দিয়েছিল। ছুরিকাঘাতের ঘটনার পরপরই গৌরীপুর সেনা ক্যাম্প বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করে।
অভিযানের নেতৃত্ব দেন মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ। গোয়েন্দা তথ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তির অবস্থান দ্রুত চিহ্নিত করা হয়।
টিএইচ