সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গ্যারেজে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

গ্যারেজে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

কক্ষ সংকটের কারণে অতিরিক্ত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীর মোটরসাইকেল ও সাইকেল রাখার গ্যারেজে। চলতি বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল (কারিগরি) সমাপণী পরীক্ষা জয়পুরহাটের পাঁচবিবির ৫টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে নেওয়া হচ্ছে। এবছর উপজেলার ৩০টি মাদ্রাসার ৬৮৪ জন দাখিল পরীক্ষার্থী সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা এবং মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাখিল পরীক্ষার কেন্দ্র করা হয়। সরেজমিনে দেখা যায় শ্রেণীকক্ষের অভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাইকেল গ্যারেজে। সাইকেল গ্যারেজটি পর্দা দিয়ে আড়াল করা হয়েছে। কক্ষ সংকটের কারণে কয়েক বছর থেকেই সাইকেল গ্যারেজে অল্প কিছু বাচ্চাদের জন্য পরীক্ষা নেওয়া হয় বলে জানান মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানী।

সাইকেল গ্যারেজে পরীক্ষা দেয়া কড়িয়া আলিম মাদ্রসার পরীক্ষার্থী আরিফা খাতুন বলেন, আমার সহপাঠিরা বিল্ডিং রুমে ফ্যানের বাতাসের নিচে বসে আরামে পরীক্ষা দিলো। আমি গরমের মধ্যেই গ্যারেজে বসে পরীক্ষা দিলাম। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পাওয়া ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক জহুরুল ইসলাম বলেন, টিনসেডের নিচে গ্যারেজে গরমের মধ্যে বাচ্চাদের পরীক্ষা দেওয়া একটু কষ্টই হবার কথা।

শাইলট্টি বিন্নিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. ছাব্বির হোসেন বলেন, হুজুরেরা যদি একটু ফানের ব্যবস্থা করত তাহলে আমাদের জন্য পরীক্ষা দেওয়া ভালো হত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দেখতে পায় কিছু রুমে আলো কম পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। এসময় তিনি কেন্দ্র সচিবকে বৈদ্যুতিক বাল্ব লাগানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে কেন্দ্রে দ্বায়িত্বরত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, কক্ষ সংকটের কারণে এমনটা হয়েছে। তবে পরীক্ষার্থীদের যেন অন্য কোন সমস্যা না হয় সে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

এসএম