শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর আনালিয়া বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে তীব্র শীতে ও শৈত্য প্রবাহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘন কুয়াশায় যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এ সময় চালকরা এলোমেলোভাবে গাড়ি নিয়ে একাধিক লেন তৈরি করে ফেলে।

ফলে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যার কারনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় জুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কাঁচামালবাহী যানবাহনের চালকরা। তবে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

টিএইচ