শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঘিওরে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘিওরে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঘিওর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকল ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়। 

মেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের প্রতিপাদ্য সকল জনগণকে সর্বজনিন পেনশনের আওতায় আনা এবং পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণের লক্ষে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বুথ, তথ্য প্রদান ও হেল্প ডেস্ক স্টলের আয়োজন করেন। প্রতিটি স্টল মেলায় উপস্থিত মানুষদের সর্বজনিন পেনশন সম্পর্কে অবহিত করেন ও তথ্য প্রদান করেন। মেলায় ৬০ বয়সের কম সকল বয়স্ক ব্যক্তিদের সর্বজনিন পেনশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করা হয়।

মেলার আলোচনা সভায় জেলা প্রশাসক রেহান আক্তারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের তত্বাবধানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ। 

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সানজিদা জেসমিন, উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইনসহ ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের এমপি বলেন, বাংলাদেশে বৃদ্ধ বয়সে কোনো মানুষ যেনো সন্তানদের বোঝা না হয়ে যায় এর জন্য পেনশন স্কিমের গুরুত্ব রয়েছে। আলোচনা সভায় সকল অতিথি পেনশন স্কিম বাস্তবায়নে লক্ষ্যে এর গুরুত্ব তুলে ধরেন এবং মেলায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত স্টলগুলো উদ্ধোধন করেন।

টিএইচ