শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় মামলা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় মামলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের চৌরিয়া গ্রামে শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ প্রতিদিনের মত গত শুক্রবার নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিলেন। তার স্বামীও একজন প্রতিবন্ধী। 

ওইদিন বিকেলে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি জমিতে কাজ করতে যায়। এসময় তারই এক প্রতিবেশী কবিরুল ইসলাম কবির (৪৫) তার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় প্রতিবন্ধী ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং লোকজনের উপস্থিতি দেখে অভিযুক্ত কবিরুল পালিয়ে যায়।

ঘটনার পর গত রোববার সন্ধায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত কবিরুল ইসলাম পেশায় কৃষক।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ভূক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেছেন। ঘটনার পরপরেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেপ্তারে আমরা সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের থানা পুলিশের একটি টিম এটি নিয়ে কাজ করছে।

টিএইচ