সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাদক সেবনের সময় অপর আরেক মাদকসেবীকে আটক করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গত রোববার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। 

গ্রেপ্তার আসামিরা হলেন, ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুস্তম আলী এবং অপরজন দামোদরপুর শৌলা গ্রামের মাহাফুজ রহমানের ছেলে রিপন কবির। এদেরমধ্যে মাদক সেবনের অপরাধে আটক রিপন কবিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি। গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্ত দুজনকে সোমবার (১০ জুন) দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ