বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চট্টগ্রামে ছোরাসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ছোরাসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছোরাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ৭নং বাস কাউন্টারের প্রবেশ মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের টিপ ছোরা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. মামুন, মো. শহিদুল ইসলাম জিসান, মো. সজীব, মো. শাকিল ও সাঈদ হোসেন। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি এম ওবায়দুল হক বলেন, চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন এলাকায় ছোরাসহ ছিনতাইয়ের উদ্দেশে ৫ ছিনতাইকারী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

টিএইচ