নির্বাহী আদেশ বাতিল চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে বিডিআর কল্যাণ পরিষদ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষ হতে স্মারকলিপি প্রদান এবং প্রেস ব্রিফিং করে চট্টগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।
এসময় উপদেষ্টা মো. আব্দুল হাকিম ও মো. শাহজাহানসহ জেলার অন্য চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত থেকে তাদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানান।
২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং সেই সময়ের গঠিত প্রহসনের বিশেষ আদালতের সমস্ত কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে বাতিলের দাবি জানান।
এ সময় বক্তারা তাদের ওপর নির্যাতনের বর্ণনা এবং দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সুদৃষ্টি কামনা করেন।
টিএইচ