শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে যাওয়ার সময় আখাউড়ায় আটক

আখাউড়া  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে যাওয়ার সময় আখাউড়ায় আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রাম বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর। রোববার (২৪ নভেম্বর) দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকায় তাদের আটক করে। 

বিকেলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি হলেন পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। 

স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

টিএইচ