রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চন্দনাইশে শিশু অপরণকালে একজন আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে শিশু অপরণকালে একজন আটক

দোহাজারীতে শিশু সাব্বির হোসেন (১০) নামের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মিজানুর রহমান নামের এক অপহরণকারীকে আটক করে থানা পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। 

ঘটনাটি গত ২৬ আগস্ট সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী নির্মাণাধীন জামে মসজিদের সামনে ঘটে। অপহরণকারী মিজানুর রহমান চট্টগ্রামের মিরাসরাই এলাকার নুর আহমদের পুত্র। 

অপহরণকৃত শিশু সাব্বির হোসেন, পিতা এনায়েত হোসেন শিপন কুমিল্লা জেলার হলেও তারা চট্টগ্রামের কাটগড় এলাকায় একটি ভাড়াবাসায় থাকেন বলে জানা যায়।   

জানা গেছে, চট্টগ্রাম পতেঙ্গা থেকে টানেল দেখোনো কথা বলে শিশু সাব্বির হোসেনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দোহাজারী নির্মাণাধীন জামে মসজিদের সামনে দোহাজারী ঝাল বিতানে নাস্তা করতে গিয়ে ঝাল বিতানের মালিক লোকমান হাকিম তাদের কথায় সন্দেহ হলে এক পর্যায়ে উভয়ের পরিচয় জানতে চাইলে ছেলে ধরা মিজানুর রহমান পালিয়ে যেতে চাই এসময় স্থানীয়রা মিলে তাকে আটক করে উত্তমমাধম দিয়ে চন্দনাইশ থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। 

টিএইচ