সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়। মূহুর্তের মধ্যে মো. আলমগীরের দধিঘর, নাসিম সিকদারের নাবিল স্টোর, শাহিন খন্দকারের হোন্ডার গ্রেজ ও নাঈম গ্লাস হাউজ পুড়ে ছাই হয়ে গেছে।  

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান লিখন বলেন, দেড় ঘণ্টা চেষ্টা করে ২টি ইউনিটের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে যথাযথ কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেন।

টিএইচ