ভোলার চরফ্যাশনে ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি উপস্থিত থেকে ৫০ জন নিবন্ধিত হতদরিদ্র জেলের মাঝে ৫০ টি বকনা গরুর বাছুর বিতরণ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. ছিদ্দিক মাতাব্বর, সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
টিএইচ