চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা মাগুরা জেলা বিএনপির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আ.লীগ সরকারের পতনের পর মাগুরায় নানান কর্মসূচি ঘোষণার পাশাপাশি মাগুরা প্রেস ক্লাবে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির সিনিয়র নেতারা ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, মন্দির, স্কুল কলেজ, সরকারি বেসরকারি স্থাপনা খোলা রাখার বিষয় অবহিত করেন।
নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, লুটপাট, উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন। লুণ্ঠনকৃত মালামাল ফেরত দেয়ার পাশাপাশি এসব সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া জনমনে নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করতে পদক্ষেপ জোরদার করার আহ্বানও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপি সদস্য সচিব মো. আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকনুজ্জামান, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান কিজিলসহ মাগুরার সাংবাদিকরা।
টিএইচ