শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

চাঁদপুর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অস্বাস্থকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

ইউএনও সানজিদা শাহনাজ জানান, সন্ধ্যায় শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘন করায় অস্বাস্থকর পরিবেশের কারণে মুসলিম বেকারীর মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ‘ঘাওয়া ঘি’ পাওয়ার কারণে রস বিলাস (মিষ্টান্ন ভান্ডার)  ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ সুইটস্কেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এসব ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি পরবর্তীর জন্য সতর্ক করে দেয়া হয় এবং উপস্থিত ক্রেতা ও সাধারণ জনগণকে পণ্য ক্রয় করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ