সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল শুরু

শ্যামল সরকার, চাঁদপুর

চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৯ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার  দিনগত রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার  দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার  সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

টিএইচ