কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ৭ মামলায় চাঁদপুরে এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ সহিংসতার ঘটনায় করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলেও জেলার অন্য উপজেলার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত। যে কারণে পুলিশ পুরো জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করছে।
১৯ জুলাই রাতে দেশব্যাপী কারফিউ জারির পর হাজীগঞ্জে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়। এতে হাজীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এ অবস্থায় গ্রেপ্তার এড়াতে সবাই যে যার মতো আত্মগোপনে চলে গেছেন। অনেকে বন্ধ রেখেছেন মুঠোফোন।
টিএইচ