বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে হবে আধুনিক নৌ-টার্মিনাল: নৌপরিবহন চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে হবে আধুনিক নৌ-টার্মিনাল: নৌপরিবহন চেয়ারম্যান

চাঁদপুরে শিগগিরই ১০০ কোটি টাকা ব্যয়ে ৩০০ ফিট দৈর্ঘ্যের আধুনিক নৌ-টার্মিনাল করা হবে। আর নৌ-টার্মিনালটির কাজ ২০২৫ সালের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। 

গত শুক্রবার চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনাল ভবনের স্থান পরিদর্শন শেষে নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।

নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে সদরঘাটের পরে যাত্রী সংখ্যা বিবেচনা করলে চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন ধরে এ বন্দরের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ বন্দরকে উন্নয়ন করতে যথেষ্ট আগ্রহী। 

চাঁদপুরবাসীর দিকে তাকিয়েই এ সরকার ওয়ার্ল্ড ব্যাংকের উদ্যোগে একটি টার্মিনাল নির্মাণ করবে। সমপ্রতি আমরা চুক্তি সম্পাদন করেছি। আশা করি শিগগিরই আমরা কাজ শুরু করব। প্রকৃতপক্ষে কাজ শুরু করার আগে, এখানকার টার্মিনালটি আগে স্থানান্তর এবং এখানকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করার জন্য আজ আমাদের এখানে আসা।’

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক সাহাদাত হোসনেসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিএইচ