বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চাঁদাবাজি মামলায় জীবননগরের সাবেক মেয়র গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চাঁদাবাজি মামলায় জীবননগরের সাবেক মেয়র গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) জীবননগর থানার ওসি মামুন হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত ১৮ অক্টোবর জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে তুলে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগর টগরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতাকর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগরের নির্দেশনায় সশস্ত্র দলবল আতঙ্ক ও বিশৃঙ্খলা করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। 

এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তার সঙ্গে থাকা তুষার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। তিনি তুষারকে বাঁচাতে গেলে আনোয়ারের ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। একইসঙ্গে আনোয়ারের ব্যবহূত মোটরসাইকেল ভাঙচুর করেন এমপির লোকজন।

টিএইচ