সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সহায়তার চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হূদ রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে ৯৪ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৮৮ জনের মধ্যে এই চেক বিতরণ করা হয়। 

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তর এই চেক বিতরণ করে। এছাড়াও সমাজকল্যাণ পরিষদ থেকে আরো ৪৯জনের মধ্যে ২ লাখ টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ এম  গালিভ খাঁন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা।

সোমবার (১৫ মে) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 

টিএইচ