সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস এসব বিতরণের আয়োজন করে। উদ্বোধন করেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) বুলবুল আহম্মেদ।

এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, কৃষি প্রকৌশলী সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত উপ-পরিচালক বুলবুল আহম্মেদ কৃষকদের বলেন, অত্যন্ত যত্নসহকারে এই পেঁয়াজের চাষাবাদ করবেন এবং জমি থেকে উত্তোলনের দুই মাসের মধ্যে বিক্রি করবেন, তা না হলে এই পেঁয়াজ নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, সরকারের ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ছত্রাকনাশক ও পলিনেট বিনামূল্যে প্রদান করা হচ্ছে। দুদিনের মধ্যে বিতরণ শেষ হবে।

টিএইচ