বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উদ্পযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উদ্পযান

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উদ্যাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে শনিবার (১৬ নভেম্বর) দিবসটি উদ্যাপন করা হয়। 

সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষর্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি অনুষদের কো-অর্ডিনেটর কৃষিবিদ মেহেদী হাসান সোহেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাহেব আলী প্রামাণিক এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হোসাইন খান। 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে কৃষি এবং কৃষকের ওপর। কিন্তু আমাদের দেশের কৃষকরা আজ নানা সমস্যায় জর্জরিত। তাদেও  আধুনিকায়ন করা, গ্রামে গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে তোলা এবং কৃষি বীমা চালু করা এখন সময়ের দাবি। 

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে কৃষককে জাতীর মেরুদণ্ড এবং সব সাধকের বড় সাধক বলে উল্লেখ করেন। 

টিএইচ