বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে প্রণোদনার সার বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে প্রণোদনার সার বীজ বিতরণ

জেলার সদর উপজেলার ৯০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে এইসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর আসনের এমপি মো. আব্দুল ওদুদ। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভাসহ অন্যরা।

এসময় জানানো হয়, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ ২০২৩-২০২৪ মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমনধানের আবা ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মধ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৯শ কৃষকের প্রত্যেককে  ৫ কেজি করে বীজ, ১০ কেজি  করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। উদ্বোধনী দিনে ৫০জনকে বীজ ও সার প্রদান করা হয়। 

টিএইচ