বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

জেলার সদর উপজেলার মহারাজপুরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ অক্টোবর) মহারাজপুর হাইস্কুল মাঠে মহারাজপুর ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল জনসভায় পরিণত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদে মহিলা আসন ৩৮, চাঁপাইনবাবগঞ্জের এমপি ফেরদৌসী ইসলাম জেসি। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম ও সহ-সভাপতি রফিকুল ইসলামসহ অন্যরা। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল তার বক্তব্যে ওদুদ বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, মাতৃত্বকালীন ভাতা, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল তুলে ধরেন। এসময় তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

টিএইচ