সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাটখিলে এমপি ইব্রাহিমকে নাগরিক সংবর্ধনা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি  

চাটখিলে এমপি ইব্রাহিমকে নাগরিক সংবর্ধনা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি এইচ.এম ইব্রাহিমকে গত শনিবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কায়কোবাদ। 
 
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরমেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালা উদ্দিন সুমন প্রমুখ। 

টিএইচ