সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার ৫নং হরিপুর ইউপির চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রোববার (১৮ আগস্ট) হরিপুর ইউপির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। 

নাগরিক সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় দুর্ভোগে রয়েছে ইউনিয়নবাসী। তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। 

টিএইচ