বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চারঘাটে বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল উদ্ধার

রাজশাহী ব্যুরো

চারঘাটে বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল উদ্ধার

রাজশাহীর চারঘাটে বস্তাভর্তি ৮১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে পুলিশ এই ফেনসিডিল উদ্ধার করে। 

সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা) সার্কেল প্রণাব কুমার সরকার ও চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে এসআই মুক্তার হোসেন, এএসআই মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎ পেতে থাকলে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তায় ৮১০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। 

পরে মডেল থানা পুলিশ বস্তাভর্তি ফেনসিডিলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, মাদককারবারি দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টিএইচ