শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post
ভৈরব ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত 

চালাচ্ছিল চালকের সহকারী, তদন্ত কমিটি গঠন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

চালাচ্ছিল চালকের সহকারী, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের ভৈরবে চালকের সহকারী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযুক্ত করতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচূত হয় ও তিন বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ট্রেনের বেশ কয়েকজন যাত্রী।

এ ঘটনায় সহকারি পরিবহন কর্মকর্তা ঢাকা-১, সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনকার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের ২নং ফ্লাটফর্মের ৩ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি এই দুর্ঘটনার শিকার হয়। এতে বিভিন্ন গোন্তব্যের সহশ্রাধিক যাত্রী চরম দূর্ভোগে পড়ে।

চালক আব্দুস সাত্তার তার সহযোগীকে ইঞ্জিন ঘুরানোর দায়িত্ব দিয়ে তিনি ২নং ফ্লাটফর্মের একটি চায়েল দোকানে চা পান করতে যান। সিদ্দিকুর রহমান নামের অদক্ষ ওই সহযোগীর কারণেই ট্রেনটি দূর্ঘটনার শিকার হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এসময় তিনি আরো জানান উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়েছে। 

তবে লাইনচূত ও ক্ষতিগ্রস্ত ৩টি বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগবে, তা এই মুহুর্তে বলতে পারছেন না তিনি এই ঘটনায় ঢাকা-চট্টগ্রম-সিলেট ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

টিএইচ