পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও বাগেরহাটের চিতলমারী উপজেলা সন্তোষপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে (ইউ.এইচ এন্ড এফ.ডব্লিউ.সি) সার্বক্ষণিক সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।
স্থানীয়ভাবে সন্তোষপুর হাসপাতাল নামে পরিচিত এই কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সততম কুমার মন্ডল ও পরিবার কল্যাণ পরিদর্শিকা স্নেহলতা রানা জানান, ঈদের ছুটিতে এই কেন্দ্রে আগত গর্ভবতীদের প্রসব পূর্ববর্তী সেবা (এএনসি), প্রসব পরবর্তী সেবা (পিএনসি), পরিবার পরিকল্পনার ১০ বছর মেয়াদী আইইউডি, তিন মাস মেয়াদী ইনজেক্টটেবল পদ্ধতির সেবাসহ পরিবার পরিকল্পনার স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সেবা দেয়া হয়েছে। এছাড়া কিশোর-কিশোরীর যত্ন, মা ও শিশু স্বাস্থ্যের সেবা এবং সাধারণ রোগী সেবাও দেয়া হয়েছে।
এই কেন্দ্র থেকে সব সেবা বিনামূল্যে দেয়া হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনার সকল দীর্ঘ ও স্থায়ী পদ্ধতির সেবা গ্রহণের ক্ষেত্রে, সরকার নির্ধারিত হারে, ক্ষেত্রমত যাতায়াত/ক্ষতিপূরণ ও ফলোআপ ভাতা দেয়া হয়ে থাকে। এই কেন্দ্র থেকে দিনে রাতে সব সময়ে সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাওয়া যায় বলে কেন্দ্রটি সাধারণ জনগণের ভরসার স্থান হয়ে উঠেছে।
টিএইচ