সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চিতলমারীতে নিরাপদ পানি ব্যবস্থাপনা কমিউনিটি সদস্যদের প্রশিক্ষণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

চিতলমারীতে নিরাপদ পানি ব্যবস্থাপনা কমিউনিটি সদস্যদের প্রশিক্ষণ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রজেক্টের নিরাপদ পানি ব্যবস্থাপনা (পানি সরবরাহ, বন্টন এবং পরিশোধন) কমিউনিটি সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) উপজেলা উত্তর শিবপুর আমতলা গ্রামের কোডেকের প্রশিক্ষক মো. তরিকুল ইসলাম এ প্রশিক্ষণ দেন।  ৫টি ফিল্টারে  রক্ষণাবেক্ষণে জন্য প্রতিটি ফিল্টারে ১২ জন করে মোট ৬০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ দেন। 

উপজেলা কোডেকের প্রজেক্ট ম্যানেজার এএনএম ওয়াহিদ বলেন , স্ট্রমী ফাউন্ডেশনে  সহায়তায়  আমরা চিতলমারীতে ৫টি পুকুর ফিল্টার তৈরিসহ ৩০টি পানির ট্যাংকি  দিয়েছি। একটা ফিল্টারের জন্য ৫০টি পরিবার পানি ব্যবহার করতে পারবে। আগামীতে আরও পরিকল্পনা রয়েছে। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. আজমল হোসেন জানান, উপজেলায় ১৯৮৪ সাল থেকে ২০২৪ সালে জুন পর্যন্ত ৪৭৪টি পুকুর ফিল্টার দেয়া হয়েছে। অধিকাংশ ফিল্টার  রক্ষণাবেক্ষণ না করার কারণে, ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়েছে। উপকারভোগীরা মেরামত না করার জন্য এ অবস্থা।

টিএইচ