রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চিনি চোরাচালান মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

চিনি চোরাচালান মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বহুল আলোচিত নাজমুল হোসেন হিরাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গত সোমবার হিরাকে কিশোরগঞ্জ ১নং আমল গ্রহণকারী আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাকে কারাগারে পেরণের নির্দেশ দেয়। 

এর আগে গত রোববার রাতে চিনি চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলার গাংগিনার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এতথ্য জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

তিনি জানান, ভারতীয় চিনি চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত রোববার রাতে হিরাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেয়। প্রয়োজন হলে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে গত রোববার হীরার কলেজ পড়ুয়া কথিত দ্বিতীয় স্ত্রী মিতু আক্তার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় হীরাকে। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি আনার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও তার ভাগ্নে নাজমুল হোসেন হিরাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ায় মারাত্মক ইমেজ সংকটে পড়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি মোল্লা সুমন ও তার অনুসারীরা।

টিএইচ