সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চিলমারীতে ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন, ভোগান্তিতে যাত্রীসাধারণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

চিলমারীতে ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন, ভোগান্তিতে যাত্রীসাধারণ

কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেন পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে চিলমারী কমিউটার ট্রেন এক ঘণ্টা দাঁড় করিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

রোববার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয়রা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখে ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। কারণ, বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে, সেটি সকাল ৮টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২টার পর। দেখা যায় সেই সময় যাত্রীশূন্য অবস্থায় ট্রেনটি থাকে। 

তবে রমনা মেইল (লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসা যাবে। এতে সড়কপথের চেয়ে ট্রেনে গেলে ব্যয় অনেকগুণ কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে। তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবি জানান স্থানীয়রা।

এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮টায় রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এতে ভোগান্তির শিকার হয়েছেন স্কুল-কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা।

টিএইচ