বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

চিলমারীতে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারীতে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিশেষ অপারেশন পরিচালনা করে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, রমনা মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফয়জার রহমান। তিনি উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা পশ্চিম বেলের ভিটা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে এছাড়াও তিনি ওই ওয়ার্ডের পতিত আ.লীগের সদস্য।

পুলিশ জানিয়েছেন, ছাত্র জনতার ওপর হামলাকারী পতিত আ.লীগ সরকারের অর্থ যোগানদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ওসি মো. মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ