রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চিলমারীর চরে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারীর চরে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বন্যা ও বন্যা পরবর্তীতে অসহায় মানুষদের মধ্যে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) চিলমারী ইউনিয়ন কড়াইবরিশাল চরে ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্যাকেজ বিতরণ করেন কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।

খাদ্যসামগ্রীর প্যাকেজ ছিল -চাল ৪ কেজি, আলু ১ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ ও খাবার স্যালাইন। এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের সদস্য সহ. অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, মোগলবাসা ইউনিয়ন আ.সভাপতি মো. ওবায়দুল হক মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম ও সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদের সদস্যনরা। 

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন, বন্যা ও বন্যা পরবর্তী সময়ে এখানকার মানুষ অনেক কষ্টে রয়েছে। তাদের কিছুটা কষ্ট লাঘবের জন্য জেলা পরিষদ থেকে খাদ্যসামগ্রী দিচ্ছি। 

এছাড়াও আমরা জেলার বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নে ত্রাণসামগ্রী দিয়েছি। জেলা পরিষদের এ ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

টিএইচ