বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

চীনের নির্মিতব্য হাসপাতাল গাইবান্ধায় চাই দাবিতে মানববন্ধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

চীনের নির্মিতব্য হাসপাতাল গাইবান্ধায় চাই দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে চীনের নির্মিতব্য ১০০০ শয্যার  হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতা। সোমবার (২১ এপ্রিল) সর্বসাধারণের অংশগ্রহণে একটি র্যালি উপজেলার হাইস্কুল মাঠে এসে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে মিলিত।  

এ-সময় দলমত নির্বিশেষে সকল স্তরে জনগণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সবার একটাই দাবি রংপুর বিভাগে চীনের অর্থায়নে ১০০০ শয্যার যে হাসপাতাল নির্মাণ করা হবে তা অবশ্যই গাইবান্ধায় হতে হবে। কেন  গাইবান্ধায় এ হাসপাতাল নির্মাণ করা জরুরি তার যুক্তি তুলে ধরে বক্তব্য প্রদান করে।

এ-সময় উপস্থিত ছিলেন, বিএনপির জেলা সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব এ্যাড আব্দুস সালাম মিয়া  সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা, এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্কুল কলেজের শিক্ষক, সুশীল সমাজের নেতারা, ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ। এছাড়া  মানববন্ধনের সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর রহমান শাহিন বলেন, গাইবান্ধায় এ হাসপাতাল নির্মাণ করা হলে বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের সব মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাবে।

পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্ম কর্মসংস্থান ঘুচবে বেকারত্ব। গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের যে দাবি দীর্ঘদিন থেকে করে আসছে সাধারণ জনগণ তাও পূর্ণ হবে। আমি সাদুল্লাপুরবাসীর সঙ্গে একাত্ম ঘোষণা করছি।

টিএইচ