বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালাল সিন্ডিকেটে ভরপুর ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে রয়েছে নানান অনিয়মের অভিযোগ। প্রতিনিয়ত সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছে চুয়াডাঙ্গার জনসাধারণ। রোগীদের অভিযোগ, ইনজেকশন থেকে শুরু করে সকল সেবায় গুনতে হয় অতিরিক্ত টাকা। 

টেস্টের নাম করে টাকা আদায়সহ যে কোন সেবা প্রত্যাশীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দালাল সিন্ডিকেট ও স্বেচ্ছাসেবক দের বিরুদ্ধে। গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেলিম আহমেদ নামে এক দিনমজুর হাসপাতালে ভর্তি হলে পায়ে সেলাই দেয়ার নাম করে ১ হাজার ৯শ টাকা আদায় করার অভিযোগ উঠেছে। 

জানা যায় সেলিম আহমেদ চিকিৎসা নেয়ার জন্য সদর হাসপাতালে গেলে কর্তব্যরত স্বেচ্ছাসেবক উজ্জল, রফিকুল ইসলাম, অফিস সহায়ক স্বেচ্ছাসেবক ইকবালসহ ইমারজেন্সিতে কর্তব্যরত স্বেচ্ছাসেবক দলেরা। 

সেলিম হোসেন অভিযোগ করে বলেন, উজ্জল হোসেন, রফিকুল ইসলামসহ কয়েকজন ইমার্জেন্সিতে কর্মরত স্বেচ্ছাসেবকরা গত মঙ্গলবার সদর হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা নিতে গেলে স্বেচ্ছাসেবকরা আমাকে বলে আপনার কাটা স্থানে সেলাই দিতে হবে। এবং অগ্রিম টাকা দিতে হবে। আমি তখন আমার সেলাইয়ের খরচ জানতে চায় তখন স্বেচ্ছাসেবক আমাকে বলেন ১হাজার ৯শ টাকা প্রদান করতে হবে। 

তখন আমার কাছে কোন প্রকার টাকা ছিলো না। আমার সঙ্গে থাকা সহকর্মীদের কাছে অনুরোধ করলে তারা সবাই কিছু কিছু টাকা দিয়ে মোট ১ হাজার ৫শ টাকা প্রদান করে। 

পরবর্তীতে এ টাকায় তারা অপারগতা প্রকাশ করেন, ও বিবাদীরা আমাকে ৪০ মিনিট হাসপাতালে বসিয়ে রাখে অনুনয় বিনয় করার পরেও। পরবর্তীতে জীবন আহমেদ শামীমসহ কয়েকজন আমাকে এই অবস্থায় দেখে অনুরোধ করলে ১ হাজার ৫শ টাকা গ্রহণ করে বিবাদীরা এবং আমার ক্ষত স্থানে সেলাই করেন। এ ঘটনায় সেলিম আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জনসহ হাসপাতালের তত্ত্বাবধায়ককের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
 
এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এ ঘটনায় ৩ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ