চুয়াডাঙ্গা-২ আসনের তিতুদহ বাজারে জননেতা হাশেম রেজার পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দিনভর জীবননগরের বিভিন্ন এলাকাসহ বাজারে পথসভায় মিলিত হন তিনি।
তিতুদহ বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ ৮নং ওয়ার্ড সভাপতি আশরাফুল আলম জিন্নাত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক হাশেম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। সাধারণ জনগণের উপচেপড়া ভিড়ে বাজারের এ পথসভায় জননেতা হাশেম রেজা আরও বলেন, আমি খুবই আনন্দিত। এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন এবং আমাকেও ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন।
আমাদের এখন সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব-গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।
দেশের উন্নয়নে শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। তিনি দেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন এবং উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন বাংলাদেশকে। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, উড়াল সড়ক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আট লেনের সড়ক নির্মাণসহ চলমান রয়েছে বিভিন্ন মেগা প্রকল্পের কাজ।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্টু, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগ ১নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি শরিফ উদ্দিন, উথুলী ইউনিয়ন সভাপতি সরফরাজ উদ্দিন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ রানা, তিতুদহ ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক পান্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের জিএস নাসির উদ্দিন, উথুলী ইউনিয়ন আ.লীগ নেতা হাবেল মণ্ডল, গড়াইটুপি ইউনিয়ন আ.লীগ নেতা আব্বাস আলী, চাঁদ মিয়া, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির হোসেন, শফি মাস্টার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ডা. ফজলু, দিনাজ, রাইপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহাবুদ্দীন খান, আলম বিশ্বাস, আশরাফুল মেম্বার, আ. মজিদ, আ.লীগ নেতা আবু বক্কর, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মশিউর রহমান তুষার, বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা জিল্লুর রহমান, দেলোয়ার, সবুজ মল্লিক, আজাদ আলী, সাইদুর রহমান, হাইদার আলী, পিন্টু, রবি, হাসাদহ ইউনিয়ন যুবলীগ নেতা সাহাবুল হক, আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল আলম ডাবলু, জাহিদ, জহিরুল, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আ. মান্নান রনজু, আলামিন, রকি, সৌরভ, সুজন, রিমন, মাসুদ, টিটন, ঝন্টু, সাকিল, বাবু প্রমুখ। সভা পরিচালনা করেন মাহামুদ হাসান জেবা।
টিএইচ