৭দফা দাবিতে চুয়াডাঙ্গায় ইট প্রস্তুতকারী মালিক সমিতি বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সমিতির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপস্থিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বিক্ষোভকারীদের থামিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে নিয়ে স্বারকলিপি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সমিতির নির্বাহী সদস্য আব্দুল ওয়াহেদসহ সদর উপজেলার ইটভাটা মালিকরা।
টিএইচ