সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় কবিরাজ হত্যার মূল আসামিসহ সহযোগী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কবিরাজ হত্যার মূল আসামিসহ সহযোগী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক ওরফে রাজাই শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুস সেলিমের ছেলে রুবেল মিয়া ও পাঁচ মাইল গ্রামের আনিচুর রহমানের ছেলে সোহেল আলি। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহূত ছুরি। 

মঙ্গলবার (৪ জুন) চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এতথ্য জানানো হয়। এসময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, ১লা জুন সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে রাজ্জাক শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। 

এ হত্যার রহস্য উদঘাটনে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে পুলিশ ঘাতক রুবেল মিয়া ও সোহেল আলিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া জানান, সে ও তার স্ত্রী রাজ্জাক কবিরাজের কাছে চিকিৎসা নিতেন। এর মধ্যে কবিরাজ রাজ্জাক রুবেলের স্ত্রীকে বাজে ইঙ্গিত করে। বিষয়টি তার স্ত্রী রুবেলকে জানায়। 

রুবেল তার বন্ধু সোহেল আলি পাশ্ববর্তী ভান্ডারদহ গ্রামে মোবাইল ফোনে রাজ্জাক কবিরাজকে ডেকে আনে। কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলের কাছে থাকা ছুরি দিয়ে রাজ্জাক কবিরাজকে গলাকেটে হত্যা করে।

টিএইচ