চুয়াডাঙ্গা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রোববার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক ও সজিব হোসেন এবং জেলার চারটি উপজেলার কৃষি সমপ্রসারণ কর্মকর্তা, ইউএনও, বিএডিসি ও বিএফ এর প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কৃষকদের কাছে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর জোর দেন। তারা বলেন, ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করলে কৃষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া কৃষি সমপ্রসারণ কর্মকর্তারা জেলার সার ও বীজ সরবরাহ পরিস্থিতি, কৃষি খাতের উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সমপ্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক নিয়োগকৃত নতুন ১১ জন ডিলারকে পুনঃতদন্ত ও যাচাই শেষে যাদের সার ডিলার হওয়ার যোগ্যতা প্রমাণিত হয়েছে, তাদের সার বরাদ্দ প্রদানের অনুমতি দেয়া হয়।
টিএইচ