রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় নারীদের তৈরি পণ্য নিয়ে নারী উদ্যোক্ত মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

চুয়াডাঙ্গায় নারীদের তৈরি পণ্য নিয়ে নারী উদ্যোক্ত মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় নারীদের হাতের তৈরি পণ্য নিয়ে নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৯ মার্চ) থেকে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত চুয়াডাঙ্গা সদরের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের প্রকল্পের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। 

শনিবার (৯ মার্চ) চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চুয়াডাঙ্গা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। 

জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আ.লীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি আলাউদ্দিন হেলা, বাংলাদেশ আ.লীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বাংলাদেশ আ.যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মো. আরিফিন রঞ্জু, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচিসহ অনেকে। 

৩ দিনব্যাপী এই মেলায় ৫১ স্টলের বিভিন্ন নারী সংগঠনের তৈরি হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য পিঠাপুলি বিক্রয় এবং প্রদর্শন করা হচ্ছে।

টিএইচ