বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের এ  টুর্নামেন্টে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আশিক মমতাজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক আলোচনা ও কিক অফের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলাধুলাকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় তুলে ধরার জন্য তৃণমূল পর্যায়ে থেকে যে উদ্যোগ নিয়েছেন তা এক যুগান্তকারী পদক্ষেপ। 

সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এ টুর্নামেন্টের মাধ্যমে খেলার প্রতি যে আগ্রহ করে গড়ে তুলেছেন তা অবিস্মরণীয়। এখান থেকে থেকে অবশ্যই ভালো মানের ফুটবলার তৈরি হবে। তবে প্রত্যেকটি বিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাব শুধুমাত্র লেখাপড়া করলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর মন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাই প্রত্যেক বিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে যেন তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থা করেন। উদ্বোধনী দিনে সদর উপজেলার ছয়টি বালিকা ও ছয়টি বালক দলের মধ্যে নকআউট ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ারদার, চুয়াডাঙ্গা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। 

উদ্বোধনী দিনে বালক বিভাগে সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৈলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। বালিকা বিভাগে ছোটশালুয়া, মাখালডাঙ্গা ও কুন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

রেফারি হিসেবে খেলাগুলো পরিচালনা করেন শহিদুল কদর জোয়ার্দ্দার, আব্দুল হাই, ইকতিয়ার আহমেদ, আব্দুল ওয়াহেদ, ফারুক হোসেন, হাবিবুর রহমান  ও ফজলুল হক মালিক। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু ও ইসলাম রকিব। 

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম। খেলার ধারা বিবরণী প্রচার করেন শাহনেওয়াজ ফারুক ও গোলাম মোস্তফা।

টিএইচ