সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সামাজিক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলী (ভি.জে.) সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সামাজিক সমপ্রীতি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিলাল হোসেন, এনএসআইয়ের ডিডি জামিল সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হান্নান।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, সুশীল সমাজ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সমাবেশে উপস্থিত ছিলেন।