বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

চৌগাছায় আমন ধান চাষে লোকসানে কৃষকরা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় আমন ধান চাষে লোকসানে কৃষকরা

যশোরের চৌগাছায় আমন-ধান কাটা শুরু হয়েছে। বিঘাপ্রতি ৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। উঠছে না উৎপাদন খরচ ফলে বর্গাচাষীদের মাথায় হাত। কার্তিক মাসে ধান তোলার ধুম পড়েছে কৃষকের ঘরে ঘরে। 

অনেকটা ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন বুনেছেন কৃষকরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন নিম্ন-আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই আগাম ধান কৃষকের মুখে হাঁসি ফুটিয়েছে। কিন্তু সেই খুশি ম্লান করে দিচ্ছে লোকসানে। ধান ঘরে তুললেও দামকম তাই চাষিরা খুশি হতে পারছেন না। 

গত শনিবার উপজেলার বিভিন্ন মাঠে সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে আগাম ধান কাটা শুরু হয়েছে। কেউ ধান কাটছেন আবার কেউ ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউবা জমিতে ও বাড়ির উঠোনে ধান মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসেই চৌগাছা উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এক সপ্তাহ পরে শুরু হবে ধান কাটার মহোৎসব। ব্যস্ততম সময় কাটাবে কৃষক-কৃষানীদের। 

অপরদিকে মজুরি বেশি ও শ্রমিক সংকট থাকায় অনেকে পড়েছেন বিপাকে। কোন কোন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। এদিকে বাজার ঘুরে জানা গেছে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১১শ থেকে ১২শ টাকায়। ধানের দাম ভালো না হওয়ায় কৃষকের মাথায় হাত।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় আগাম জাতসহ ব্রি-৫১, বি-৪৯, ব্রি-৭৫, ব্রি-৮৭, রডমিনিকেট, বিনা -১৭, স্বর্ণা ও প্রতীক জাতের ধানের আবাদ করা হয়েছে ১৮ হাজার ২৪০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ৮৫০ টন। 

উপজেলার বাঘারদাড়ি গ্রামের কৃষক নুরুনব্বী বলেন, সার-কিটনাশকের মূল্য বৃদ্ধি হওয়ায় আর্থিক সংকটের মধ্যেও ধান চাষ করেছি। গত বছর এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে দুই থেকে তিন হাজার টাকা লেগেছে। পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবারও আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবার প্রায় দুই গুণ বেশি মজুরি দিতে হচ্ছে তবুও শ্রমিক সংকট। কার্তিক মাসে আগাম ধান পেয়ে কৃষকরাও খুশি। তবে বর্তমানে ধানের দাম তুলনামূলক অনেক কম।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে ধান চাষ হয়েছে। ধানের আশানুরূপ ফলন হয়েছে। এবছরে আবহাওয়া ভালো তাই ধানের ফলন ভালো হবে। ইতোমধ্যে কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। উপজেলা কৃষি অধিদফতরের পক্ষ থেকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হবে। এতে শ্রমিক সঙ্কট অনেকটা কমে আসবে। 

টিএইচ