বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চৌগাছায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী কন্দাল ফসল কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সুস্মিতা সাহা এ মেলার উদ্বোধন করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার (এসএপিপিও) শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আমিরুল ইসলাম, বাদশাহ ফয়সাল, মনিরুল ইসলাম প্রমুখ। 

তিন দিনের এ কৃষিমেলায় বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শেনের জন্য ১৫টি স্টল বসিয়েছেন। উদ্বোধন শেষে অতিথিরা কৃষিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। কৃষিনির্ভর সফল বাংলাদেশ গড়ার লক্ষে শীতকালীন পিঠা, নলেন খেজুর গুড়, পাটালী তৈরি ও বিভিন্ন জাতের দেশি ফল-ফলাদি যার মধ্যে মেটে আলু, কমলা লেবু, মানকচু, ফুলকপি, টমেটো, বেগুন, ওল, মুকিকচু, ড্রাগন ফল অন্যতম। 

টিএইচ