যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সমশের আলী (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদার পাড়ার মৃত বাবুর আলী দফাদারের ছেলে। গত শনিবার রাতে চৌগাছা যশোর সড়কের সিংহঝুলি গ্রামের খা বাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমশের আলী বাড়ি থেকে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে সিংহঝুলি আলিম মাদ্রাসা মসজিদে যাচ্ছিলেন। তিনি চৌগাছা-যশোর পাকা সড়কে উঠার মুহূর্তেই যশোর থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে প্রচন্ডবেগে ধাক্কা দেয়। এতে তিনি পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালকও সড়কের উপর পড়ে যান। স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক ছিলেন উপজেলার লস্করপুর গ্রামের চাল ব্যবসায়ী আহমদ আলীর ছেলে লিটন হোসেন। এ সময় চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমানের গাড়িতে ওখানে হাজির হয়। সেই গাড়িতে করে আহতকে ও লিটনকে একটি আলমসাধুযোগে চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জুলকারনাইন সমশের আলীর অবস্থা আশংকজনক হওয়ায় তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লিটনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ