সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস

চৌহালী প্রতিনিধি 

চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেড় জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ। 

মঙ্গলবার (২৩ মে) মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিততে এসব জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহীর অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন রক্ষায় নদীকে নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও একটি বেড় জাল জব্দ করা হয়।  

উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের উপস্থিতিতে জালগুলো যমুনা নদীর তীরের জলাভূমিতে পুড়িয়ে ধবংস  করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন, এসআই শামচুল ইসলাম, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও এএসআই শরিফুল ইসলাম প্রমুখ।

টিএইচ